পাকিস্তানি সেনা জওয়ান ঘাঁটিতে বোমা বিস্ফোরণ। ঘটনার জেরে এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তালিবানি ছত্রছায়ায় থাকা কয়েকটি জঙ্গি গোষ্ঠী এই হামলার পিছনে রয়েছে বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাকতুনখাওয়া এলাকার ডেরা ইসমাইল খান জেলার একটি সেনা ক্যাম্পে। ওই মিলিটারি ক্যাম্পটি পাকিস্তান এবং আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। ঘটনায় ২৭ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
পাক সেনার তরফে জানানো হয়েছে, জওয়ানদের অধিকাংশজনই ঘুমোচ্ছিলেন। সেসময় জঙ্গিরা বিস্ফোরণ ঘটায়। তবে মৃতদের মধ্যে কয়েকজন সাধারণ বাসিন্দা রয়েছে বলেও মনে করা হচ্ছে।