চরম অর্থনৈতিক সঙ্কটের (Economic Crisis) মাঝে শ্রীলঙ্কায় (Srilanka) প্রধানমন্ত্রী ছাড়া মন্ত্রিসভার বাকি ২৬ জন মন্ত্রী পদত্যাগ করলেন। রবিবার রাতেই সকলে ইস্তফা দিয়েছেন। রবিবার দিনভর প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপক্ষর (Mahinda Rajapaksha) ইস্তফা খবর ছড়িয়ে পড়লেও পরে জানা যায় তা গুজব।
অর্থনৈতিক সঙ্কটে জেরবার শ্রীলঙ্কায় বাড়ছে মূল্যবৃদ্ধি। এই পরিস্থিতিতে সরকারের উপর ক্ষোভ, অসন্তোষ বাড়ছে আমজনতার। দেশের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, গভীর রাতে বৈঠকে বসেন মন্ত্রিসভার সদস্যেরা। সেখানেই সিদ্ধান্ত হয় সকলে একসঙ্গে ইস্তফা দেবেন। ১৫ ঘণ্টা বন্ধ থাকার পরে শ্রীলঙ্কায় তা নিয়ে মন্ত্রী মহলেই অসন্তোষ বাড়ায় ফের চালু হয় ইন্টারনেট পরিষেবা। প্রধানমন্ত্রীর ছেলে তথা দেশের যুব এবং ক্রীড়া দফতরের মন্ত্রী নামালের পদত্যাগের পরে রটে যায় প্রধানমন্ত্রী মহিন্দা রাজপক্ষেও ইস্তফা দিেয়ছেন। কিন্তু সেই খবরকে গুজব বলে খারিজ করে দিয়েছে প্রধানমন্ত্রীর দফতর।
অর্থনৈতিক সঙ্কটের দরুণ দেশে মূল্যবৃদ্ধি আকাশ ছুঁয়েছে। দেশে জরুরি অবস্থা ঘোষণা করার পরই জনরোষ সামাল দিতে ৩৬ ঘণ্টা কার্ফু জারি করে গোতাবায়া সরকার।