পার্বত্য রাস্তায় যাত্রী-সহ খাদে পড়ল বাস। মেক্সিকোয় কমপক্ষে মৃত্যু ২৭ জন যাত্রীর। আহত আরও ১৭ জন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে বুধবার মেক্সিকোর সাউদার্ন স্টেট ওহাকায়।
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, উদ্ধারকারীরা প্রাথমিক চিকিৎসা করার পর আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। ওহাকার প্রশাসন সূত্রে খবর, পাহাড়ি রাস্তা দিতে যাওয়ার সময় যাত্রী-সহ ১০ মিটার গভীর খাদে পড়ে যায় বাসটি। এরপরই খবর পেয়ে উদ্ধারকারী দল আসে। আহতদের দ্রুত অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: তেহট্টে তৃণমূল-সিপিএমের সংঘর্ষ, আক্রান্ত পুলিশ, আশঙ্কাজনক থানার আইসি
জানা গিয়েছে, মৃতদের মধ্যে ১৩ জন মহিলা ও ১৩ জন পুরুষ। একটি বাচ্চাও আছে। ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ওহাকার গভর্নর সালোমন জারা।