প্রত্যেকটি দিনের সঙ্গে জড়িয়ে থাকে ইতিহাস। ২৮ অক্টোবর আমেরিকার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৮৮৬ সালে এই দিন তৈরি হয় স্ট্য়াচু অব লিবার্টি। ফ্রান্সে তৈরি হয়েছিল এই ভাস্কর্য। ১৮৭৬ সাল থেকে এর কাজ শুরু হয়েছিল। ৩১ টন কপার ও ১২৫ টন স্টিল ব্যবহার করা হয় এই ভাস্কর্যের জন্য।
বিশ্বের প্রথম ও কম্পিউটারের সফটওয়ার প্রস্তুতকারী সংস্থা মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। ২৮ অক্টোবর তাঁর জন্মদিন। ১৩ বছর বয়সে প্রথম সফটওয়ার প্রোগ্রাম লেখেন তিনি।
পোলিওর প্রথম ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন আমেরিকান গবেষক জোনাস সাল্ক। ২৮ অক্টোবর, ১৯১৪ সালে জন্মগ্রহণ করেন তিনি। কিন্তু এই আবিষ্কারের কোনও পেটেন্ট নেননি তিনি। যাতে দুনিয়াজুড়ে পোলিও টিকা সবাই নিতে পারে।