কসমেটিক্স সার্জারি করে ‘আরও সুন্দর’ হতে গিয়ে অচিরে প্রাণটাই গেল ২৯ বছর এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের। লুয়ানা অ্যানড্রেড ব্রাজিলের বাসিন্দা। সার্জারি করানোর পর লাগাতার ৪বার কার্ডিয়াক এরেস্ট হয় লুয়ানার।
সাও পওলোতে সাও লুইজ হাসপাতালে সার্জারি করিয়েছিলেন তিনি। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ রয়েছে রক্ত জমাট বেঁধে যাওয়ার। অস্ত্রোপচারের পরেই লুয়ানাকে আইসিইউতে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর , বাইরের চিকিৎসক ভাড়া করে এই সার্জারি করিয়েছিলেন লুয়ানা। কিন্তু এরপরেই ক্রমশ অবনতি হতে থাকে তাঁর শারীরিক অবস্থার।