একমাসে ছয়বার। ফের একবার বন্দুকবাজের হামলা রক্ত ঝরল আমেরিকায়। লস অ্যাঞ্জেলসে (Los Angeles) শনিবার বন্দুকবাজের হামলায় (Mass Shooting) মারা যান অন্তত তিনজন। গুরুতর জখম অবস্থায় হাসপাতলে ভর্তি আরও চার। বারবার বন্দুকবাজের তাণ্ডবে রীতিমতো সন্ত্রস্ত ক্যালিফোর্নিয়ার (California) বাসিন্দারা।
পুলিশ সূত্রে খবর, রাত আড়াইটে নাগাদ বেভারলি ক্রেস্টে এই হামলা হয়। মোট সাতজনের দিকে গুলি ছোড়া হয় বলেও খবর। লস অ্যাঞ্জেলস(Los Angeles Shootout) পুলিশের সার্জেন্ট ফ্র্যাঙ্ক প্রিকিয়াডো জানান, এখনও পর্যন্ত হামলার উদ্দেশ্য জানা যায়নি। এছাড়া গুলি কোথা থেকে চালানো হয়েছে তা নিয়েও কোনও তথ্য দিতে পারেনি লস অ্যাঞ্জেলস পুলিশ।
আরও পড়ুন- Hiran Chatterjee : প্রজাপতির পিছনেও কী গরুপাচারের টাকা ? মিঠুনকে সতর্ক করে দেবকে আক্রমণ হিরণের
উল্লেখ্য, এই ক্যালিফোর্নিয়াতেই সোমবার পৃথক তিনটি হামলায় অন্তত ৯ জনের মারা যান। আমেরিকার আইওয়া প্রদেশের ডেস মোইনেস শহরের একটি যুব প্রশিক্ষণ কেন্দ্রে আচমকাই হামলা চালায় বন্দুকবাজের একটি দল। পাশাপাশি, হাফ মুন বে শহরে(Hal Moon Bay Shootout) পৃথক দুটি হামলায় মারা যান মোট ৭ জন।