প্রচণ্ড গরমে ভাল্লুকের লোমের টুপি এবং উলের টিউনিক পরে মহড়া করার সময় জ্ঞান হারালেন ৩ সৈনিক। ঘটনাটি লন্ডনে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিও। পুরো ঘটনাটি ঘটল প্রিন্স উইলিয়ামের সামনে।
আগামী ১৭ জুন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের জন্মদিন। সেই উপলক্ষে ট্রুপিং দ্যা কালার প্যারেড অনুষ্ঠিত হবে। বর্তমানে তার প্রস্তুতি চলছে জোরকদমে। এদিকে প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করছে ব্রিটেনের তাপমাত্রা। এই অবস্থায় ভাল্লুকের লোমের টুপি এবং উলের টিউনিক পরে মহড়া করছে সৈনিকরা। জানা গিয়েছে, প্রচন্ড গরমের কারণেই সেসময় জ্ঞান হারান ওই ৩ সৈনিক।
ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন প্রিন্স উইলিয়ম। সঙ্গে সঙ্গে ওই তিন সৈনিককে সরিয়ে নিয়ে যাওয়া হয়। শুরু হয় প্রাথমিক চিকিৎসা। তবে তাঁদের মধ্যে একজন উঠে ফের বাদ্যযন্ত্র বাজাতে শুরু করেন।