রাখে জীবন, মারে কে! ভূমিকম্পগ্রস্ত তুরস্ক (Turkey earthquake) ও সিরিয়ার আনাচকানাচ থেকে প্রতি মুহূর্তেই এর সত্যতা টের পাওয়া যাচ্ছে। তুরস্কের কাহরামানমারাস শহরে ধ্বংসস্তূপের (Chiled rescued under the rubble) তলায় চাপা পড়ে গিয়েছিল ৩ বছরের শিশু। তার বাঁচার আশা ছেড়েই দিয়েছিল সকলে। ৪৩ ঘণ্টা বাদে আরিফ খান নামের সেই শিশুটিকে যখন উদ্ধার করা হল, তখনও সে দিব্যি জীবিত! যা দেখে চোখ কপালে উঠে গিয়েছে উদ্ধারকারী কর্মীদেরও।
তার বাবা এর্তুগ্রুল কিসি'র সঙ্গেই তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বাবাকে আগে উদ্ধার করা গেলেও শিশুটিকে (Turkey earthquake) যায়নি। তার জীবন নিয়ে আশঙ্কা ছিল সকলেরই। সেই আশঙ্কাই অমূলক পরিণত হল অচিরেই।
আরও পড়ুন: ভূমিকম্পের সময় জন্ম, মৃত্যুপুরী তুরস্কের ধ্বংসস্তূপে নতুন প্রাণ,উদ্ধার এক সদ্যোজাত
উল্লেখ্য, গত বাহাত্তর ঘণ্টায় মোট পাঁচবার কেঁপেছে দু'দেশের বিভিন্ন জায়গা। তুরস্ক ও সিরিয়া দু'দেশই জরুরি অবস্থা ঘোষণা করেছে। ঘটনাস্থলে বাকিদের সঙ্গেই কাজ করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) কর্মীরা। তাঁদের রিপোর্ট অনুযায়ী, নতুন করে কম্পন হলেও দু দেশ মিলিয়ে মৃতের সংখ্যা কমবেশি ১২ থেকে ১৫ হাজারে যেতে পারে। কারণ, ধ্বংসস্তূপের মধ্যে যে দেহ মিলিছে, তার রেকর্ড থাকলেও, হদিশ নেই আহতদের। এই পরিস্থিতিতে চিকিৎসক ও ত্রাণ নিয়ে আঙ্কারায় হাজির হয়েছে ভারতের দুটি গ্লোবমাস্টার।