যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের বন্দর শহর মারিউ পোলের (Mariupol) একটি প্রেক্ষাগৃহে আশ্রয় নিয়েছিলেন সে দেশের বহু মানুষ। গত সপ্তাহে সেখানেই হামলা চালায় রুশ সেনাবাহিনী (Russian aircraft attack)। তাতেই অন্তত ৩০০ জন ইউক্রেনিয়-র নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার ইউক্রেনের তরফে এই আশঙ্কার কথা জানানো হয়েছে।
টেলিগ্রাম মারফত সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, "প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্য বলছে মারিউপোলের প্রেক্ষাগৃহে রুশ বিমান হামলায় ইউক্রেনের অন্তত ৩০০ জন নাগরিক নিহত"।
টানা এক মাস ধরে ইউক্রেনের বিরুদ্ধে হামলা চালাচ্ছে রাশিয়া। মারিউপোল ও খারকিভ শহর দখলের উদ্দেশ্যে অনবরত গোলাবর্ষণ চলছেই। মারিউপোলে বেশ কয়েক সপ্তাহ ধরে চলছে ধারাবাহিক আক্রমণ। ইউক্রেন কর্তৃপক্ষ দাবি করছে, প্রায় ৪ লাখ মানুষ ২ সপ্তাহেরও বেশি সময় ধরে শহরটিতে আটকে আছেন।