উবরে মাত্র ১৫ মিনিটের রাইডে চার্জ হল ৩২ লক্ষ টাকা। ঘটনাটি ঘটেছে ব্রিটিশ নাগরিক অলিভার কাপলানের সঙ্গে। কাজ থেকে রোজই উবরে বাড়ি ফেরেন তিনি। কিন্তু উবর কর্তৃপক্ষের সেই বিল দেখে চক্ষু চড়কগাছ হয় তাঁর।
ম্যাঞ্চেস্টারের বার বাক্সটন ইন-এ কাজ করেন অলিভার। পেশায় তিনি শেফ। কাজের পর উইচউড এলাকায় এক বন্ধুর সঙ্গে দেখা করার ইচ্ছে ছিল। যার দূরত্ব মাত্র ৪ মাইল। কিন্তু উবর কর্তৃপক্ষের বিল দেখে আঁতকে ওঠেন অলিভার। স্থানীয় সংবাদমাধ্যমকে তাঁর ওই বিলের ছবি দেখান অলিভার। তারপরই তা ভাইরাল হয়ে যায়। অলিভারের দাবি, "অধিকাংশ দিন উবরেই কাজ থেকে বাড়ি ফিরি। এমনিতে সমস্যা হয় না।" অলিভার জানান, এমনিতে এই রাস্তায় ভাড়া ১১ থেকে ১২ ডলার হয়। যা ভারতীয় মুদ্রায় ৯০০-১০০০ টাকা।
আরও পড়ুন: মাহসার মৃত্যুর প্রতিবাদ, অ্যান্টি-হিজাব বিক্ষোভের সমর্থনে পোস্ট প্রিয়াঙ্কা চোপড়ার
কিন্তু কীভাবে এত বিল! অলিভার জানান, ড্রাইভারকে যেখানে যাওয়ার জন্য বলা হয়েছিল, সেখানেই পৌঁছে দেয়। মাত্র ১৫ মিনিট লাগে গন্তব্যে পৌঁছতে। সেদিন আর কিছু মনেও ছিল না তাঁর। পরের দিন সকালে উবরের মেসেজ দেখে বুঝতে পারেন, তাঁর বিল হয়েছে ৩৯ হাজার মার্কিন ডলার। এরপর উবর কর্তৃপক্ষকে বিষয়টি জানাতেই তাঁরা জানান, টাকা ব্যাঙ্ক থেকে কাটা হয়নি। কারণ অলিভারের অ্যাকাউন্টে এত টাকা নেই। তাই এই টাকা চার্জ করা হচ্ছে না। ভুল করে অস্ট্রেলিয়ার একটি লোকেশন নিয়ে নিয়েছিল উবর। তাই এমন বিল হয়েছে বলে দাবি উবরের।