ইরানে ভয়াবহ ভূমিকম্প । মঙ্গলবার দুপুরে কেঁপে ওঠে কাশমার শহর । কম্পনের তীব্রতায় ভেঙে পড়েছে বাড়ি-ঘর । ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের । আহত হয়েছেন অন্তত ১২০ জনের ।
জানা গিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল প্রায় ৪.৯। ভূমিকম্পটির উৎসের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার। কাশমার সরকারের তরফে জানানো হয়েছে, আহত ৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহরের বেশিরভাগ জরাজীর্ণ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ।
ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকায় গত বছরের শুরুর দিকে ভূমিকম্প হয়েছিল । রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯ মাত্রা । মৃত্যু হয়েছে ৩ জনের । আহত হয়েছিলেন ৮০০ জনের বেশি।