অবশেষে ক্যালিফোর্নিয়ায় অপহৃত ৮ মাসের শিশু-সহ চার ভারতীয় বংশোদ্ভুতর দেহ উদ্ধার করল ক্যালিফোর্নিয়া পুলিশ। বুধবার একটি বাগান থেকে তাঁদের দেহ উদ্ধার করা হয়েছে।
মার্সড কাউন্টি শেরিফের দফতরের বিবৃতি অনুযায়ী, ক্যালিফোর্নিয়া স্থানীয় সময় সোমবার মার্সড কাউন্টি থেকে যশদীপ সিংহ (৩৬), তাঁর স্ত্রী জসলিন কৌর (২৭) ও তাঁদের ৮ মাসের শিশু কন্যাকে অপহরণ করা হয়। এই দিনেই আমানদীপ সিংহ (৩৯) নামে আর এক ব্যক্তিও নিখোঁজ হন।
এরপরই অপহৃতদের খোঁজে তল্লাশি শুরু হয়। সূত্রের খবর, ওই বাগানের এক মালি প্রথমে দেহগুলি দেখতে পান। এরপর ঘটনাস্থলে পৌঁছে চার জনের দেহ উদ্ধার করা হয়। ইতিমধ্যেই এই ঘটনায় জেসুস ম্যানুয়েল সালগাডো (৪৮) নামে এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। কী কারনে ভারতীয় বংশোদ্ভূতদের অপহরণ করা হয়েছিল তা এখনও জানা যায়নি।