কর্মক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টাজিলেন্সের ক্রমাগত বৃদ্ধির ফলে বিশ্বজুড়েই বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে কর্পোরেট পেশাদারদের কাজ হারানোর পরিমাণ বেড়ে যাচ্ছে, এমন খবর আসছে প্রায়শই। এবার চ্যালেঞ্জার, গ্রে অ্যান্ড ক্রিসমাস কোম্পানির করা সমীক্ষায় জানা গেল, আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সের কারণে গত মে মাসে আমেরিকায় চাকরি খুইয়েছেন মোট ৪০০০ জন ব্যক্তি। মে মাসে যত ছাঁটাই হয়েছে, তার ৪.৯% হয়েছে আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সের বাড়বাড়ন্তের কারণে।
এই সংস্থার রিপোর্ট জানাচ্ছে, আমেরিকায় ব্যবসায় ঘাটতির জন্য মে মাসে মোট ১৯,৬০০ জন ব্যক্তি চাকরি খুইয়েছেন। এছাড়া, বাজারের খারাপ পরিস্থিতির কারণে চাকরি খুইয়েছেন ১৪,৬০০ জন। কোনও কারণ না দেখিয়েই ছাঁটাই করা হয়েছে ১২,৯০০ জন ব্যক্তিকে।
জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে ৪,১৭,৫০০ জনকে ছাঁটাই করা হয়েছে। ২০২০ সালের অতিমারির পর এটিই কর্মক্ষেত্রে ছাঁটাইয়ের পরিসংখ্যানের দিক দিয়ে নিকৃষ্টতম পাঁচমাস বলে জানাচ্ছে ওই রিপোর্ট।
উল্লেখ্য, কোভিড-১৯ অতিমারির কারণে ১৪ লক্ষ'র বেশি চাকুরিজীবী নিজেদের কাজ হারিয়েছিলেন।