ফের আমেরিকায় এক ভারতীয় বংশোদ্ভূতের মৃত্যু। এই নিয়ে গত কয়েকদিনে পঞ্চমবার এমন ঘটনা ঘটল। ওয়াশিংটন শহরের কেন্দ্রস্থলে একটি রেস্তোরাঁর বাইরে ঝগড়া-অশান্তিতে জড়িয়ে পড়েছিলেন ওই ব্যক্তি।.তখনই তাঁর মাথায় আঘাত করা হয়, এবং ৪১ বছরের ওই ব্যক্তির মৃত্যু হয় বলে খবর।
Road accident in AP: ভোররাতে ভয়াবহ পথদুর্ঘটনা! দুটি লরি ও একটি বাসের সংঘর্ষে মৃত ৬, আহত ২০
মৃতের নাম বিবেক চান্দের তানেজা , ২রা ফেব্রুয়ারি একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন তিনি। বচসায় জড়িয়ে পড়ার পর তাঁর মাথায় আঘাত করা হয়, ফুটপাতে বিবেক তানেজাকে জখম অবস্থায় উদ্ধার করে পুলিশ। বুধবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই প্রতিবেদন লেখার সময় অবধি, ঘটনায় কাউকে গ্রেফতার করেনি আমেরিকার পুলিশ।