মেক্সিকোর পশ্চিমাঞ্চলের শহর গুয়াদালাজারার ১২০ ফুট গিরিখাত থেকে ৪৫ ব্যাগ ভর্তি মানব দেহাবশেষ উদ্ধার করা হল। এই চাঞ্চল্যকর ঘটনায় কার্যত স্তব্ধ গোটা দেশ। মেক্সিকোর জ্যালিসকো রাজ্যের এই ঘটনার বিবরণ দিতে গিয়ে স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, ওই ব্যাগগুলির ভিতর পুরুষ ও নারীর দেহাবশেষ রয়েছে।
উল্লেখ্য, গত ২০ মে কল সেন্টারে কর্মরত দুজন মহিলা এবং পাঁচজন পুরুষের নিখোঁজ হওয়ার খবর পুলিশের কাছে আসার পর তারা তদন্ত শুরু করে। তল্লাশি চালাতে গিয়েই প্রকাশ্যে আসে এই হাড়হিম করা ঘটনা।
যদিও, এখনও অনুসন্ধান শেষ হয়নি বলে জানাচ্ছে পুলিশ। ওই এলাকাটি দুর্গম হওয়ায় এবং আলো কম থাকার কারণে অনুসন্ধান কর্মকান্ড আরও কয়েক দিন অব্যাহত থাকবে।