আমেরিকার টেক্সাসে নাটকীয় হামলা। মৃত্যু এক ৮ বছরের শিশু সহ ৫ জনের। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে স্যান জ্যাসিতো কান্ট্রি শেরিফ অফিসে। পুলিশের অনুমান, হামলাকারী এআর ১৫ রাইফেল দিয়ে এই কাণ্ড ঘটিয়েছে। হামলাকারীকে চিহ্নিত করা গিয়েছে। তদন্তভার নিয়েছে এফবিআই।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে। মৃতদের মধ্যে ৩ জন মহিলা ও একজন শিশু। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ৩ জন শিশুকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ। তাঁদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়।