বহুবিবাহের প্রথা ভারতে আইনত না থাকলেও, এখনও এই দুনিয়ার অনেক দেশেই প্রথাটি যথেষ্ট প্রচলিত। বিশেষ করে ইসলামিক দেশে একাধিক স্ত্রী'কে নিয়ে সংসার করা মানুষের সংখ্যা প্রচুর। কয়েকদিন আগেই ৫৩ বার বিয়ে করেছেন বলে দাবি করে খবরের শিরোনামে এসেছিলেন সৌদি আরবের এক ব্যক্তি। এবার সেই বহু বিবাহের জন্য খবরে এলেন পাকিস্তানের বাসিন্দা (Pakistan bizarre wedding) সৌকত। ৫৬ বছর বয়সী ওই ব্যক্তির মোট ৫'টি বিয়ে! সব মিলিয়ে ১১টি সন্তান। যাঁদের মধ্যে একজন পুত্র এবং বাকি ১০জন কন্যা।
আরও পড়ুন: নাবালিকা ধর্ষণে ১৪২ বছরের জেল, পকসো আইনে সর্বোচ্চ কারাদন্ডের নজির কেরলে
পঞ্চম বিয়েটি (Pakistan bizarre wedding) করে উঠে সৌকত জানিয়েছেন, পঞ্চম বার বিয়ে করে তিনি খুবই খুশি। তাঁর মেয়েরাও এই বিয়ের ব্যাপারে তাঁর পাশে দাঁড়িয়েছেন। সবার উপস্থিতিতেই ধুমধাম করে বিয়ে করেছেন তিনি। বিয়ের পর তাঁর স্ত্রী জানিয়েছেন, এই বিয়ে করে তিনিও খুশি।
মোট ৪০ জন নাতি-নাতনি আছে সৌকতের! তিনি জানান, এই বিয়ে (Pakistan bizarre wedding) করায় শুধু তিনি এবং তাঁর নতুন স্ত্রী-ই খুশি নন, খুশি পরিবারের বাকি সকল সদস্যও।
এমনকি তাঁর ১০ জন কন্যা দাঁড়িয়ে থেকে তাঁর বিয়ে দিয়েছেন বলেও দাবি করেন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া এই পাকিস্তানি।