ভিয়েতনামে খাবারে বিষক্রিয়ার জেরে হাসপাতালে ভর্তি প্রায় ৫৬০ জন। দক্ষিণ ভিয়েতনামের একটি প্রসিদ্ধ দোকান থেকে তাঁরা 'বানহ্ মি স্যান্ডউইচ' খেয়ে অসুস্থ হয়ে পড়েন বলে খবর। অসুস্থদের মধ্যে ছয় এবং সাত বছরের দুই শিশু-সহ ১২ জনের অবস্থা বেশ সঙ্কটজনক। ঘটনার জেরে সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয় বেকারিটি।
SSC Job cancellation: ৮ হাজার ৩২৪ জনের নিয়োগ বেআইনি, শুনানির মাঝেই SSC-র তথ্য জানাল সুপ্রিম কোর্ট
'বানহ্ মি স্যান্ডইউচ' ওই দেশের ঐতিহ্যবাহী একটি খাবার। একাংশের মত, গরমে খাবার পচে গিয়ে বিষক্রিয়া হতে পারে। তবে দেখা গিয়েছে বেকারি খাদ্যের ন্যূনতম গুণমান পূরণ করেনি। এর মধ্যে ২০০ জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর।