নাক ডাকার জন্য বিপত্তি তো কম হয় না৷ এমনকি নাসিকাগর্জনের ফলে সংসার ভেঙে যাওয়ার কথাও শোনা গিয়েছে। কিন্তু বাবার নাক ডাকায় বিরক্ত হয়ে সপাটে চড় কষিয়ে দিয়েছে ৬ মাসের সন্তান- এমন কখনও শুনেছেন কী! ঠিক এমনই আশ্চর্য ঘটনা ঘটেছে চীনে। সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোস্যং মিডিয়ায়।
বাবা-মায়ের পাশে ঘুমোচ্ছিল একরত্তি সন্তান। বয়স খুব বেশি হলে মাস ছয়েক। কিন্তু বাবার নাক ডাকার জ্বালায় তার তো ঘুমোনোর জো নেই৷ মুখ হাঁ করে নাক ডেকেই চলেছেন বাবা। সেই নাসিকাগর্জন শুনে চমকে চমকে উঠছিল খুদে।
বিভিন্ন রকম শব্দ করে সে বাবার নাক ডাকা থামানোর চেষ্টা করে৷ কিন্তু লাভ হয় না৷ তারপর নাক ডাকা বন্ধ করতে সে হামা দিয়ে উঠে পড়ে বাবার গায়ের উপর৷ নাকে, মুখে করাঘাত করতে শুরু করে৷ খানিকবাদে ঘুম ভেঙে যায় মায়ের। বাবাও উঠে পড়েন। শোবার ঘরের সিসিটিভিতে ধরা পড়েছে এই মজার ঘটনা।