মাত্র ৬ বছর বয়সেই ইউরোপের ১২টি শৃঙ্গ জয় করেছে ইংল্যান্ডের বাসিন্দা অস্কার বারো! তবে এখানেই থামতে চায় না সে৷ তার লক্ষ্য সবচেয়ে কম বয়সে এভারেস্ট জয় করা৷ একের পর এক শৃঙ্গ জিতে সে সংগ্রহ করছে অনুদান৷ তারপর সেই অর্থ তুলে দিচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থার হাতে। অস্কার চায় পৃথিবীর সব শিশুই যেন বেড়াতে যেতে পারে।
ল্যাঙ্কাস্টারের বাসিন্দা এই খুদে ইতিমধ্যেই ইংল্যান্ড এবং ওয়েলসের উচ্চতম শৃঙ্গ স্কাফেল পাইক এবং স্নোডন জয় করেছে। ৩১ হাজার পাউন্ড অনুদান সংগ্রহ করেছে অস্কার। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৩১ লক্ষ ৬৫ হাজারেরও বেশি।
অভিযানে অস্কারের সঙ্গী হন
বাবা ম্যাট। মাঝেমধ্যে মা কিম এবং দাদু মার্কও সঙ্গ দেন। এডমন্ড হিলারির কথা পড়েই শৃঙ্গজয়ের প্রেরণা পেয়েছে অস্কার। সে জানিয়েছে, এখনও পর্যন্ত সবচেয়ে কঠিন ছিল স্কটল্যান্ডের কেয়ার্ন গর্ম অভিযান।