আমেরিকার অন্তর্গত ভার্জিনিয়ার একটি স্কুলে শুক্রবার ৬ বছরের এক পড়ুয়া গুলি করে তার শিক্ষিকাকে৷ ঘটনায় গুরুতর জখম হয়েছেন ৩০ বছরের ওই শিক্ষিকা৷ স্কুলের ভিতরেই এই হামলা চলায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়৷ ইতিমধ্যেই আটক করা হয়েছে অভিযুক্ত ছাত্রটিকে৷ পুলিশ সূত্রের খবর, প্রাদেশিক রাজধানী রিচমন্ডের অদূরে রিচনেক এলিমেন্টারি স্কুলে এই ঘটনাটি ঘটেছে৷ অথচ স্কুল কর্তৃপক্ষের দাবি আগে ওই ছাত্রের আচরণে কোনও প্রকার অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি।
Bengaluru News: ভেঙ্কটেশ্বরের পাশে বিরাজমান হতে চান, তরুণীর চুলের মুঠি ধরে বের করে দিলেন পুরোহিত
পুলিশ সূত্রে দাবি,‘‘এটি কোনও দুর্ঘটনা নয়। অভিযুক্ত ছাত্র নির্দিষ্ট ভাবে ওই শিক্ষিকাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে।’’