নেপালে বিমান দুর্ঘটনায় (Nepal Plane Crush) এখনও পর্যন্ত ৬৮ জনের দেহ উদ্ধার করা হয়েছে । কাঠমাণ্ডু থেকে পোখরার দিকে যাওয়ার সময় ৭২ জনকে নিয়ে বিমানবন্দরের রানওয়েতে ভেঙে পড়ে ইয়েতি এয়ারল্যান্সের বিমানটি (Nepal Plane Crush) । তাঁদের মধ্যে ৪ জনের দেহ এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি । জোরকদমে উদ্ধারকার্য চলছে । শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
বিমানটিতে ৫ জন ভারতীয় ছিলেন । তাঁদের নাম প্রকাশ করা হয়েছে । সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ওই ৫ ভারতীয় হলেন, অভিষেক কুশওয়াহা, বিশাল শর্মা, অনিলকুমার রাজভর, সোনু জয়সওয়াল এবং সঞ্জয় জয়সওয়াল । তবে তাঁরা জীবিত রয়েছেন কি না, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি । বিমান দুর্ঘটনার তদন্তের জন্য ৫ সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করেছে নেপাল সরকার । সোমবার ১ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে নেপাল সরকার । শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি বলেন, "নেপালের বিমান দুর্ঘটনায় ভারতীয় নাগরিক সহ একাধিক যাত্রী প্রাণ হারিয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় আমি ব্যথিত। শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা।"
আরও পড়ুন, Nepal plane crash : নেপালে বিমান দুর্ঘটনায় সকলের মৃত্যুর আশঙ্কা, বিমানে ছিলেন ৫ ভারতীয়ও
জানা গিয়েছে, বিমানে ৫৩ জন নেপালি এবং ৫ ভারতীয়-সহ ১৫ জন বিদেশি যাত্রী ছিলেন । বিদেশিদের মধ্যে ছিলেন ৪ জন রাশিয়ান, ২ কোরিয়ার নাগরিক এবং আর্জেন্টিনা, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও ফ্রান্স থেকে ছিলেন একজন করে । যাত্রীদের মধ্যে ছিল বেশ কয়েকজন শিশুও ছিল । উল্লেখ্য, মাত্র সপ্তাহ দুই আগেই পোখরার বিমানবন্দরটি উদ্বোধন করা হয়েছে ।
রবিবার, সকাল ১০টা ৩৩ মিনিট নাগাদ কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি পোখরার উদ্দেশে রওনা দেয় । পোখরা বিমানবন্দরে অবতরণের আগেই পুরনো ও নতুন বিমানবন্দরের মধ্যে ভেঙে পড়ে । মোট ৬৮ জন যাত্রী ছিলেন ও কেবিন ক্রু ছিলেন মোট চারজন । ঘটনায় শোকপ্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী ।