৩ দিন ১ ঘণ্টা ৫ মিনিট ৪ সেকেন্ড। হ্যাঁ ঠিক এই সময়টাই লেগেছে ৭টি মহাদেশ পেরোতে! শুনে চোখ কপালে উঠলেও এমন কাণ্ড ঘটিয়েই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলে ফেললেন দুই ভারতীয়! তাঁদের নাম- সুজয় মিত্র ও আলি হুসেন ইরানি। মাত্র ৭৩ ঘণ্টায় এই অসাধ্য সাধন করেছেন তাঁরা! গত ৭ই ডিসেম্বর অস্ট্রেলিয়ায় পা রাখামাত্র এই রেকর্ডের অধিকারী হন দুই ভারতীয়। এর আগে সবচেয়ে কম সময়ে বিশ্বের ৭টি মহাদেশ ঘোরার রেকর্ড ছিল ৮৭ ঘণ্টায়। সেই রেকর্ড ভেঙে দিলেন এই দুই ভারতীয়।
তিন দিন আগে সুজয়রা শুরু করেছিলেন এশিয়া দিয়ে। তার পর একে একে আফ্রিকা, ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা, আন্টার্টিকা ও অস্ট্রেলিয়া (ওশানিয়া) ঘুরে গত ৭ ডিসেম্বর মেলবোর্নে এসে এই দুই ভারতীয় বিশ্বভ্রমণ শেষ করেন।
বেড়াতে ভালোবাসেন এই দুই বন্ধু। তাঁরা ভারত থেকে শুরু করেন। তাঁদের শেষ গন্তব্য ছিল মেলবোর্ন।