অ্যাম্বুল্যান্স নিয়ে ঢাকা যাচ্ছিলেন। কিন্তু পদ্মা সেতুর পাড়ে বড় সড় দুর্ঘটনা। আগুনে পুড়ে প্রাণ হারিয়েছেন সাত জন। মৃতদের পরিচয় জানা যায়নি। তবে, মনে করা হচ্ছে তাঁরা একই পরিবারের সদস্য। দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
শনিবার সকাল ১১টা নাগাদ পদ্মা সেতুর দক্ষিণ-পশ্চিম পাড়ে এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারে দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, অ্যামুল্যান্সটি দ্রুত গতিতে সেতুর ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে।
আরও পড়ুন - সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে যেন 'ভুতের বাড়ি', ভগ্নপ্রায় দশা, ইতিউতি খসে পড়ছে পলেস্তারা
জানা গিয়েছে, অ্যাম্বুল্যান্সে থাকা অক্সিজেন সিলিন্ডার ফেটে আগুন ধরে যায় গাড়িতে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান।