আফ্রিকার উগান্ডার এক ৭০ বছর বয়সী মহিলা আইভিএফ ট্রিটমেন্টের মাধ্যমে যমজ সন্তানের জন্ম দিলেন। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই মহিলার নাম সাফিনা নামুকওয়া। উগান্ডার রাজধানী কাম্পালায় তিনি একটি ছেলে এবং একটি মেয়ের জন্ম দিয়েছেন।
বৃদ্ধ বয়সে সন্তানের জন্ম দেওয়া মহিলাদের অন্যতম
নামুকওয়া স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি মিরাক্যল ঘটিয়ে ফেলেছেন।
Tota Roychowdhury: হিন্দিতে পরপর কাছের মাঝে কেন বাংলায় ছুটে আসেন টোটা? কার জন্য?
হাসপাতাল সদ্য মা হওয়া ওই বৃদ্ধাকে অভিনন্দন জানিয়ে বলেছে, এটি কেবল চিকিৎসা শাস্ত্রের সাফল্য নয়, মানুষের ইচ্ছাশক্তির প্রমাণ।
নামুকওয়াই হলেন আফ্রিকার প্রবীণতম মা। তবে ২০১৯ সালে এক ভারতীয় মহিলা ৭৩ বছর বয়সে সন্তানের জন্ম দিয়েছিলেন।