আমেরিকায় বর্ণবিদ্বেষ যে কোন মাত্রা নিতে পারে তার প্রমাণ আমরা আগেও পেয়েছি। জর্জ ফ্লয়েডের মৃত্যু আজও মনে পড়লে চমকে উঠতে হয়। এবারেও কি সেই বর্ণবিদ্বেষেরই শিকার হল চার ভারতীয় ? মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৪ জন ভারতীয় অপহরণের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। বাড়ছে উদ্বেগ।
অপহৃত ৪ ভারতীয়র মধ্যে একটি ৮ মাসের শিশুও রয়েছে৷ আমেরিকার স্থানীয় প্রশাসন সূত্রে খবর, সোমবার জসদীপ সিং (৩৬), জ্যাসলিন কউর (২৭), আমনদীপ সিং (৩৯) এবং ৮ মাসের আরোহী সিংকে অপহরণ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সশস্ত্র কোনও দুষ্কৃতিই তাদের অপহরণ করেছে। ক্যালিফোর্নিয়ার কোনও এক রেস্তোরাঁ থেকেই তাদের অপহরণ করা হয় বলে খবর। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।
প্রসঙ্গত ২০১৯ সালে, একজন ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তিবিদ, তুষার আত্রেকে তার বান্ধবীর গাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল, তার আগে ক্যালিফোর্নিয়ার বাড়ি থেকে অপহরণ করা হয়েছিল।