সেই দিনগুলির কথা মনে পড়ে, যখন বাচ্চারা বাবা-মায়েদের সঙ্গে তর্কে জিততে না পেরে বাড়ি থেকে চলে যাওয়ার ভয় দেখানোর চেষ্টা করত? দিন বদলেছে। বাচ্চারা এখন বড়দের বিরুদ্ধে প্রতিবাদের নতুন নতুন উপায় বের করেছে।
সম্প্রতি অনলাইনে একজন বাবার পোস্ট নিয়ে বিপুল আলোচনা হচ্ছে৷ ভদ্রলোক লিখেছেন, তাঁর ৮ বছরের মেয়ের সঙ্গে ছোটখাটো কিছু বিষয় নিয়ে মনান্তর হয়েছিল। মেয়ে তাতে রেগে কাঁই! সে দরজায় নেটিশ ঝুলিয়ে দিয়েছে, তাতে লেখা : 'বাবা বিক্রি আছে'!
মেয়ে লিখেছে, '২ লক্ষ টাকায় বাবা বিক্রি আছে। আরও তথ্যের জন্য বেল বাজান'। এমন নোটিশ দেখে নেটিজেনদের কারও মাথায় হাত, কেউ হেসেই খুন।
Unusual Story: স্যান্ডউইচ অর্ধেক করে কেটে দিতে ১৮০ টাকা বিল করল রেস্তোরাঁ! অবাক করা কাণ্ড
সোস্যাল মিডিয়া ব্যবহারকারীদের অনেকের মতেই, মেয়ে কিন্তু বাবার জন্য বেশ মোটা দাম হেঁকেছে৷ তাঁদের ছেলেমেয়েরা এতখানি দামও চাইবে না। অনেকে আবার বলছেন, এমন দুর্দান্ত পোস্ট দেখার জন্যই সোস্যাল মিডিয়ায় থাকা।