চিকিৎসকরা মৃত ঘোষণা করে দিয়েছিলেন । কিন্তু, দেহ সৎকারের আগেই বেঁচে উঠলেন ৮২ বছরের বৃদ্ধা । আমেরিকায় (America News) এই নিয়ে দু'বার এমন ঘটনা ঘটল ।
দ্য গার্ডিয়ানের তরফে জানানো হয়েছে, সম্প্রতি নিউইয়র্কের (New Work) ওয়াটারস এজ রিহ্যাব অ্যান্ড নার্সিং সেন্টার থেকে বলা হয় ওই বৃদ্ধা মারা গিয়েছেন । সকাল ১১ টা ১৫ নাগাদ তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । শোকাহত পরিবার দুপুর দেড়টার দিকে বৃদ্ধার দেহ সৎকারের জন্য নিয়ে যান । কিন্তু, ২টোর আশেপাশে হঠাৎ-ই 'মৃত' বৃদ্ধার শ্বাস-প্রশ্বাস চলতে শুরু করে । সঙ্গে সঙ্গে তাঁকে ফের হাসপাতালে ভর্তি করা হয় । তবে বৃদ্ধা এখন কেমন আছেন, তার কোনও আপডেট পাওয়া যায়নি ।
আরও পড়ুন, Turkey Syria Crisis: মাকে খোঁজে সাবিয়া, ওমরকে খোঁজে বাবা-মা, তুরস্ক থেকে সিরিয়া উদ্ধারের দুই মুখ
আমেরিকায় আগেও এধরনের ঘটনা ঘটেছে । সম্প্রতি, ৬৬ বছরের এক বৃদ্ধা মৃত ঘোষণার পর সৎকারের আগে হঠাৎই বেঁচে ওঠেন । যদিও, পরে ওই মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ।