মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আবাসনে আগুন লেগে ৯ শিশুসহ ১৯ জনের মৃত্যু। আহত আরও অনেকে।
রোববার স্থানীয় সময় সকাল ১১টার দিকে ব্রঙ্কস অ্যাপার্টমেন্ট ব্লকের দ্বিতীয় এবং তৃতীয় তলায় আগুন লেগেছিল।
প্রায় ২০০ জন অগ্নিনির্বাপক কর্মীকে আগুন নিয়ন্ত্রণে পাঠানো হয়েছিল। প্রাথমিক অনুমান, একটি ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক হিটার থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।
ফিলাডেলফিয়ায় একটি আবাসনে ফায়ার অ্যালার্ম না বাজায় আগুন লেগে ৮টি শিশুসহ ১৩ জন নিহত হওয়ার দিন কয়েকের মধ্যেই ফের একইরকম দুর্ঘটনা মার্কিন মুলুকে।