গাড়ি চুরি হল লন্ডনে। আর, তা উদ্ধার করা হল কয়েক হাজার কিলোমিটার দূরের করাচিতে! গাড়িটি মোটেই যেমন-তেমন নয়! তার নাম বেন্টলে মুলসান। বাজারে যার আনুমানিক মূল্য ৩ লক্ষ মার্কিন ডলারেরও বেশি! ভারতীয় মুদ্রায় ২ কোটি টাকার বেশি। চোরাইপথে কোনও নথি ছাড়াই গাড়িটি কেনেন করাচির এক ধনী ব্যক্তি। সাজিয়েও রেখেছিলেন নিজের গাড়িবারান্দায়! যদিও, শেষরক্ষা হল না!
পাক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ব্রিটিশ গোয়েন্দাদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাড়িটিকে উদ্ধার করে কাস্টমস। তবে এই অত্যাধুনিক গাড়ি চালানোর লোক মেলেনি পাকিস্তানের বাণিজ্যিক রাজধানীতে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যাচ্ছে কোনওক্রমে ঠেলেঠুলে গাড়িটিকে সরানোর চেষ্টা করছেন পাক কাস্টমসের কর্মীরা।
পাকিস্তানের কালেক্টরেট অফ কাস্টমস এনফোর্সমেন্ট (CCE) কে ব্রিটিশ তদন্তকারীরা জানান ধূসর, অটোমেটিক বেন্টলে মুলসান গাড়িটি করাচিতেই রয়েছে। তদন্তে নেমে করাচির DHA এলাকায় একটি বাংলোর গাড়িবারান্দা থেকে উদ্ধার হয় বহুমূল্য বেন্টলে গাড়িটি।