ইজরায়েল বনাম হামাসের যুদ্ধে গাজায় মৃত্যুমিছিল অব্যাহত। নিহতের ৭০ শতাংশই শিশু এবং মহিলা। গাজায় প্রতি দশ মিনিটে একজন করে শিশুর মৃত্যু হচ্ছে, ভয়াবহ পরিসংখ্যান সামনে আনলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম ঘেব্রেইসু।
মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ১০,৮০০, যার সত্তর শতাংশই শিশু এবং মহিলা, ঘেব্রেসু নিজে এই পরিসংখ্যান জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সঙ্গে আরও বলেছেন, গত ৭ অক্টোবরের পর থেকে প্রায় ১৫ লক্ষ মানুষ ভিটেমাটি হারা।
নিজেদের ভূখণ্ডে হামাসের হামলার জবাবে গাজায় একটানা বোমাবর্ষণ করে চলেছে ইজরায়েল। তাতে প্রাণ হারাচ্ছে হাজার হাজার শিশু।