বড় সংস্থায় কর্মচারীদের নানা ধরনের 'নিগ্রহ'-এর ঘটনা সামনে আসে। কিন্তু, সম্প্রতি চিনের একটি সংস্থার অন্দরের কাহিনি প্রকাশ্যে আসায় চমকে উঠল গোটা বিশ্ব। জানা গিয়েছে, এক কর্মচারীকে কাজ থেকে বরখাস্ত করার চেষ্টায় টানা চারদিন অন্ধকার ঘরে বসিয়ে রাখতে বাধ্য করা হয়। ঘটনাটি ঘটেছিল ২০২২ সালের ডিসেম্বর মাসে। অভিযোগ, ওই সংস্থা কর্মচারীদের বিভিন্নভাবে অতিরিক্ত কাজ করিয়ে নিত। তারপরেও কর্মচারীদের সামান্য কারণে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়ার ছলচাতুরি খুঁজত। তেমনই ঘটনা ঘটেছিল এক কর্মচারীর সঙ্গে। সংশ্লিষ্ট কর্মচারীকে চাকরি থেকে বের করে দেওয়ার নানান চেষ্টা করেও সফল হচ্ছিল না ওই সংস্থা। তারপরই তাঁকে অফিসের একটি অন্ধকার ঘরে টানা চার দিন বসে রাখতে বাধ্য করা হয়। ঘরে আসবাব বলতে একটিমাত্র টেবিল এবং চেয়ার ছিল। একপ্রকার বাধ্য হয়েই চাকরিটা ছেড়ে দেন ওই কর্মচারী।
তারপরেই ওই সংস্থার বিরুদ্ধে আদালতে মামলা করেন ওই কর্মী এবং তাঁর স্ত্রী। স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, চিনের সেই বেসরকারি সংস্থার বিরুদ্ধে মোটা টাকার জরিমানা করে আদালত।
যদিও, আদালতে ওই বেসরকারি সংস্থা অভিযোগ করে, অফিসে গিয়ে কাজ না করে অশালীন ছবি-ভিডিয়োর ওয়েবসাইটে মগ্ন থাকতেন সংশ্লিষ্ট কর্মচারী। তাই নাকি তাঁকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিতে 'বাধ্য' হয়েছিল ওই সংস্থা। কিন্তু, তার জন্য এমন 'অমানুষিক' পদক্ষেপ গ্রহণ করতে হবে কেন, সেই প্রশ্নও তুলেছেন অনেকে।