'সুখী হয়ে সংসার করতে গেলে বিয়ে করতে হবে ধনী ব্যক্তিকেই। তাতেই বিলাসবহুল জীবন কাটানো যাবে শুয়ে-বসে'। কীভাবে মন জয় করবেন কোটিপতি পাত্র-র? অনলাইনে এই বিষয়ে পরামর্শ দিয়েই বহু কোটি টাকা কামিয়ে ফেলেছেন চিনের এক 'লাভ গুরু'! সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, চিনের ওই লাভগুরু মহিলাদের শেখান কীভাবে ধনী ব্যক্তিদের মন জয় করে বিয়ে করতে হয়। মহিলাদের এই বিষয়ে নানা 'পরামর্শ' দিয়েই বছরে ১৪২ মিলিয়ন ইয়ান উপার্জন করেন তিনি। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৬৩ কোটি টাকা!
ওই তরুণীর নাম লে চুয়াংকু। পেশায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর তিনি। অভিযোগ, পুরুষদের একটি 'এটিএম মেশিন'-এর সঙ্গে তুলনা করেন তিনি। তাঁর দাবি, বিয়ে করার পর স্বামীর কাছ থেকে পর্যাপ্ত অর্থ পাওয়া না গেলে তাঁকে বিয়ে করাই উচিত নয়। এই ধরনের বিতর্কিত মন্তব্য করার পর তাঁর অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
সম্পর্ক নিয়ে উপদেশ দেন বলে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছেন লে। জানা গিয়েছে, অনলাইন মাধ্যমে উপদেশ দিলে ১৩ হাজার টাকা পারিশ্রমিক নেন লে। আবার, ব্যক্তিগতভাবে কাউন্সেলিং করতে হলে প্রতি মাসে মাথাপিছু এক লক্ষ টাকারও বেশি আয় করেন তিনি।