কোথাও ঘুরতে গেলে ট্রলি বা চাকা লাগানো ব্যাগ কমবেশি সকলেই ব্যবহার করে থাকেন। আর এতে সুবিধা একটাই মালপত্র যতই ভারী হোক, কায়িক শ্রম নেই। কিন্তু ইউরোপের একটি শহরে এই ব্যাগ নিয়ে ঢোকা একেবারে নিষিদ্ধ। আজ্ঞে হ্যাঁ এই ব্যাগ নিয়ে শহরে ঢুকলে হতে পারে জরিমানাও।
Ashes 2023 : জলে গেল ইংরেজ অধিনায়কের মহাকাব্যিক ১৫৫ রান, ইংল্যান্ডকে ৪৩ রানে হারিয়ে দিল অস্ট্রেলিয়া
ক্রোয়েশিয়ার অন্যতম জনপ্রিয় একটি বন্দর শহর দুব্রোনিক পর্যটকদের জন্য এই নির্দেশিকা জারি করেছে। কেন জানেন? আসলে এই শহরে নৈসর্গিক কিছু দৃশ্যের পাশাপাশি রয়েছে মধ্যযুগীয় দুর্দান্ত সব ভাস্কর্যও। শান্ত শহরে ট্রলির চাকার আওয়াজ পরিবেশ নষ্ট করছে সেই কারণেই এই সিদ্ধান্ত। জানানো হয়েছে ধরা পড়লে ২৮৮ ডলার জরিমানা করা হবে, ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৩, ৬৩০ টাকা।