দুবাইয়ের বিলাসবহুল ইয়োটে গিয়ে সময় কাটানো ধনকুবের ও সেলিব্রিটিদের অতি প্রিয় একটি কাজ। এবার, এর সঙ্গেই জুড়ে গেল কাতার ফুটবল বিশ্বকাপের অনুষঙ্গ। বিশ্বকাপে যাওয়ার ইচ্ছে ষোল আনা, অথচ, সময় ও টিকিটের অভাবে যেতে পারছেন না? কুছ পরোয়া নেহি! ট্যাঁকে কড়ি থাকলে চলে যান দুবাইতে! মধ্য প্রাচ্যের অর্থনৈতিক হাবের স্কাইলাইনকে ব্যাকগ্রাউন্ডে রেখে ইয়োটে বসে উপভোগ করুন বিশ্বকাপ! খরচ, প্রতি রাতে মাত্র ২০ হাজার মার্কিন ডলার! ৬ দিনের সফরের জন্য খরচ প্রায় ১ লক্ষ মার্কিন ডলার!
বিশ্বকাপ দেখার জন্য এই তিনতলা ইয়োটটিকে প্রস্তুত করা হয়েছে অতি যত্ন নিয়ে! ১৪০ ফুট উঁচু ইয়টটিতে রয়েছে জাকুজি, বার সহ চোখধাঁধানো লাউঞ্জও!
শুধু তাই নয়, এর সঙ্গে থাকছে বিশেষ শেফদের তৈরি করা বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলির বিশেষ বিশেষ খাবারও! তার সঙ্গে আবার অফুরন্ত শ্যাম্পেন!
দুবাইয়ের এই বিলাসবহুল ইয়োটটিতে থাকতে পারবেন মোট ১২৫ জন যাত্রী। আপাতত দুবাইয়ের বিখ্যাত মেরিনা হারবারে রয়েছে এই ইয়োটটিতে আগামী রবিবার বিশ্বকাপ শুরুর দিন থেকে তা চালু করা হবে!
যদিও, সোশ্যাল মিডিয়ায় এই খবর আসার পর হাসির ফোয়ারা ছুটিয়েছেন নেটিজেনরা। তাঁদের অনেকের মতেই, এর থেকে ঘরে বসে টিভিতেই খেলা দেখা ভালো!
যদিও, উৎসাহীদের রোখা যাবে না তাতে! এখনও পর্যন্ত ১৫টার বেশি বুকিং হয়ে গিয়েছে বলে জানাচ্ছে ইয়োট কর্তৃপক্ষ। সবকটিই ২ বা ৩ জনের দলের।