বৃহস্পতিবার ভারতীয় সময় ভোরবেলায় ইউক্রেনে (Ukraine-Russia crisis) ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। তারপর থেকেই রাজধানী কিভ (Kyiv) সহ ইউক্রেনের অন্যান্য শহর থেকে আসা একের পর এক ভয়াবহ ছবি ও ভিডিয়ো (Viral video) ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়ে গোটা দুনিয়ায়। প্রতিক্রিয়া জানাতে থাকে কোটি কোটি নেটিজেনরা। তার মধ্যে থেকেই সামনে এল এমন একটি ছবি, যা যুদ্ধের ফলে মানবপ্রজাতির দুর্দশার চিত্রটিকে আরও স্পষ্টভাবে তুলে ধরে।
আরও পড়ুন: ইউক্রেন দখলে মরিয়া রাশিয়া, দফায় দফায় বোমাবর্ষণে গুঁড়িয়ে গেল একাধিক বিমানঘাঁটি
পূর্ব ইউক্রেনের শহর ড্নিপ্রো। রাশিয়ার সেনাবাহিনী একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা (Ukraine-Russia crisis) শুরু করার পরে, সেই ছোট্ট শহরটির একটি শিশু হাসপাতালের সদ্যপ্রসূত বিভাগ থেকে একাধিক সদ্যজাতকে হাসপাতালের ওই বিশেষ বিভাগ থেকে স্থানান্তরিত করা হল একটি অস্থায়ী বোমারোধী আশ্রয়ে (Makeshift bomb shelter)। যা আদতে একটি বহুতলের নিচুতলায়।
নিউ ইয়র্ক টাইমস এই বিশেষ ভিডিয়োটি (Viral video) প্রকাশ করার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social media) ঝড়ের গতিতে তা শেয়ার হতে শুরু করে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, বোমারোধী আশ্রয়ে বিভিন্ন অস্থায়ী বেডে অসহায়ভাবে কুঁচকে শুয়ে রয়েছে সদ্যজাতরা।
প্রসঙ্গত, রাশিয়ার আক্রমণ (Ukraine-Russia crisis) শুরু হওয়ার পরে দেশ ছেড়ে পালাতে আরম্ভ করেছেন অগণিত ইউক্রেনবাসী।
রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, ইতিমধ্যেই অন্তত ১ লক্ষ ইউক্রেনবাসী ঘর ছেড়ে প্রতিবেশি দেশগুলিতে পালিয়ে যাচ্ছেন। প্রতি মুহূর্তেই এই সংখ্যাটা বাড়ছে।