বুধবার মাঝরাতে পুলিশের হাতে গ্রেফতার 'প্রথম আলো'-এর সাভারের সাংবাদিক শামসুজ্জামান শামস। অভিযোগ, ওই সাংবাদিকের নামে বাংলাদেশের তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। এমনকি, এই ঘটনায় প্রধান আসামী করা হয়েছে ডিজিটাল সংবাদমাধ্যমের সম্পাদক মতিউর রহমানকে। বুধবার গভীর রাতে শামসকে গ্রেফতারের পর তাঁর মোবাইল ফোন, কম্পিউটার বাজেয়াপ্ত করে বাংলাদেশ পুলিশ।
জানা গিয়েছে, ২৬ মার্চ রবিবার সাভারের স্বাধীনতা স্মারকের দিকে তাকিয়ে থাকা এক কিশোরের ছবি ছাপা হয় 'প্রথম আলো'-এর প্রতিবেদনে। নীচে ক্যাপশনে ফুটে ওঠে এক দিনমজুরের বক্তব্য— “পেটে ভাত না জুটলে স্বাধীনতা দিয়া কী করুম। বাজারে গেলে ঘাম ছুটে যায়। আমাগো মাছ, মাংস আর চাইলের স্বাধীনতা লাগব।” যদিও তাঁদের দাবি, ভুলবশত ছবির নীচে ওই ক্যাপশন বসানো হয়েছে। সঙ্গে সঙ্গেই সংবাদমাধ্যমের তরফে ওই ক্যাপশনটি সরিয়ে দিয়ে দুঃখপ্রকাশ করা হয়। কিন্তু আওয়ামী লিগ নেতাদের দাবি, স্বাধীনতা স্মারককে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে ক্ষোভ তৈরির চক্রান্ত করেছে ওই সংবাদমাধ্যম। এরপরই শাসক দলের নেতারা ডিজিটাল আইনে রাজধানীর দুই থানায় মামলা দায়ের করেন।