এক ভয়াবহ নৃশংসতার কাহিনী সামনে এলো আমেরিকায়। ৪৪ বছর বয়সী লরেন্স অ্যান্ডারসন স্বীকার করে নিল ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে তার করা একটি অপরাধের কথা। কী সেই অপরাধ? যার বিবরণ শুনলে যে কেউই চমকে উঠবে। ২০২১ সালের এই অপরাধের কয়েকদিন আগেই লরেন্স জেল থেকে ছাড়া পেয়েছিল। তারপর সে অ্যান্ড্রিয়া ব্ল্যাঙ্কেনশিপকে হত্যা করে। তারপর তাঁর হৃদপিণ্ড বের করে এনে সেটি আলু দিয়ে রান্না করে নিজের আত্মীয়দের খাইয়ে তাঁদেরও হত্যা করে।
ওই আত্মীয়দের মধ্যে রয়েছে একটি ৪ বছরের শিশুও।
এই ভয়ঙ্কর অপরাধের কথা লরেন্স স্বীকার করে নেওয়ার পর তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। কোনও প্যারোলের সুবইধাও পাবে না আর সে।