'একবার না পরিলে, দেখো শতবার'। ছোটবেলা থেকেই গুরুজনেরা পইপই করে বলে গিয়েছেন এই কথা। উদাহরণ দিয়েছেন রবার্ট ব্রুসের চিরাচরিত কাহিনিটিরও। তবে, এবার বোধহয় সেই কাহিনিতেও কিছু বদল এল বলে!
লিঙ্কডইনে জনৈক টাইলার কোহেনের (Tyler Cohen) একটি পোস্ট (Viral post) সম্প্রতি ভাইরাল হয়েছে। গুগলে (Google job) একটি চাকরির জন্য ৩৯ বার প্রত্যাখ্যাত হওয়ার পর ৪০-তম বারে চাকরিটি পেলেন তিনি!
আরও পড়ুন: মাঙ্কিপক্স নিয়ে সতর্কতা বিশ্বজুড়ে, একাধিক যৌনসঙ্গী থাকলে বাড়বে সংক্রমণের সম্ভাবনা
লিঙ্কডইনে অতি সংক্ষিপ্ত একটি পোস্ট (Viral post) দিয়ে তিনি যা লিখেছেন, তার বাংলা তর্জমাটি হল- 'সহ্যক্ষমতা ও পাগলামির মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। আমি এখনও বোঝার চেষ্টা করে চলেছি যে, এর মধ্যে ঠিক কোনটা রয়েছে আমার। ৩৯ বার প্রত্যাখ্যান এবং ১ বার স্বীকৃতি'।
তাঁর এই পোস্ট অচিরেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। হাজার হাজার মানুষের রিয়্যাকশনে সমৃদ্ধ হয়ে ওঠে পোস্টটি। এমনকি, গুগলেরও নজরে পড়ে যায় এই পোস্ট। তারপর এই বিশ্বখ্যাত সংস্থা নিজেদের অফিশিয়াল লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে কোহেনের পোস্টে মন্তব্য করে তাঁকে নিজেদের সংস্থায় স্বাগত জানান।
'কী অসামান্য যাত্রা তোমার, টাইলার! মনে রাখার মতো', লেখা হয় গুগলের পক্ষ থেকে।