বলা হয়, পরিবর্তনই জীবনের ধর্ম। নিজেকে বদলানোর জন্য শরীরে ট্যাটু করা থেকে শুরু করে অন্যান্য আরও অনেক পরিবর্তন করেন দুনিয়ার বহু মানুষই। কিন্তু, সেই পরিবর্তনের কারণে বডি মডিফিকেশন ও ট্যাটু করার বিভিন্ন ধাপ পেরিয়ে একেবারে 'অন্য মানুষ' হয়ে ওঠা? এমনটা বিশেষ দেখা যায় না। এবার সেই বডি মডিফিকেশনের কারণেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলে ফেললেন আর্জেন্তিনার এক দম্পতি। গ্যাব্রিয়েলা পেরালটা এবং ভিক্টর হুগো পেরালটা। একবার-দু'বার নয়, নিজেদের শরীরে এই দম্পতি মোট ৯৮ বার পরিবর্তন করেছেন!
ট্যাটু করার নেশায় বাদ দেননি চোখের সাদা অংশটিও! করেছেন ৫০ বা পিয়ার্সিং, আটবার মাইক্রোডার্মাল, ১৪ বার বডি ইমপ্ল্যান্ট, পাঁচবার ডেন্টাল ইমপ্ল্যান্ট, চারবার ইয়ার এক্সপ্যান্ডার, দু'বার ইয়ার বোল্ট এবং একবার ফর্কড টাং! অর্থাৎ, কান, জিভ, চোখ সহ শরীরের কোনও স্পর্শকাতর অঙ্গই বাদ পড়েনি তাঁদের এই লক্ষ্যপূরণে জন্য!
সাধারণ মানুষ তাঁদের 'নরকের প্রহরী' বলে কটাক্ষ করলেও, এই দম্পতির কাছে বডি মডিফিকেশন আসলে শৈল্পিক বোধ ও স্বাধীনতার অনন্য উদযাপন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই সম্পতি এর আগেও বডি মডিফিকেশনের কারণে গিনেস বুকে নিজেদের নাম তুলেছিলেন।