বন্ধুত্ব কি শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ। না বোধ হয়। বন্ধুত্ব গড়ে উঠতে পারে পোষ্যদের সঙ্গে। বন্ধুত্ব করতে পারে বন্যপ্রাণীরাও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়ো ফের সেই কথাই মনে করিয়ে দিল। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, এক বন্ধুত্বের ঝলক। শ্রীলঙ্কার এক ব্যক্তির মৃত্যুতে তাঁকে বিদায় জানাতে এল হনুমান।
ঘটনাটি ঘটেছে পশ্চিম শ্রীলঙ্কার বাত্তিকালোয়া অঞ্চলে। ভিডিয়োতে দেখা যায়, মৃত ব্যক্তির মাথার কাছে বসে আছে একটি হনুমান। মৃতের মাথায় হাতও বুলিয়ে দিচ্ছে। শেষে মৃতকে চুম্বনও খেতে দেখা যায় ওই হনুমানকে। বন্ধুর বিদায় যেন মানতে পারছে না। পুষ্পস্তবক নাড়িয়েও ওই মৃত ব্যক্তিকে জাগানোর চেষ্টা করে হনুমানটি।
আরও পড়ুন: পুরোহিত নেই, বগুলার টোল থেকে প্রশিক্ষণ নিয়ে ছবিটা বদলানোর ব্যাপারে আশাবাদী মহিলা পুরোহিতরা
যিনি ভিডিয়ো শেয়ার করেছেন, তিনি জানিয়েছেন, ওই হনুমানকে রোজ খাবার দিতেন মৃত ব্যক্তি। তাই মনিবের মৃত্যুতে ভেঙে পড়েছে সে। ভিডিয়োতে দেখা যায়, অন্য ব্যক্তিরা পাশে থাকলেও, হনুমানটিকে কেউ কিছু বলছে না। সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিয়োটি। এই ভিডিয়ো দেখে কেউ সমবেদনা জানিয়েছেন। আবার কেউ আবেগে ভেসেছেন। বন্যপ্রাণীর এই আবেগ দেখে আবেগপ্লুত নেট নাগরিকরাও।