রক্ষকই ভক্ষক! প্রায় হাড়হিম করে দেওয়া একটি ঘটনা প্রকাশ্যে এসেছে সম্প্রতি। একের পর এক সদ্যজাতকে হত্যা করেছেন একজন নার্স। ঘটনাটি গ্রেট ব্রিটেনের। ৩২ বছরের ওই নার্সের নাম লুসি লেটবি। বলা হচ্ছে, পাঁচটি শিশুপুত্র ও দু’টি শিশুকন্যাকে খুন করেছেন তিনি। সেই সঙ্গে আরও দশজনকে হত্যার চেষ্টাও করেছিলেন। যদিও লুসি সব অভিযোগ অস্বীকার করেছেন। উত্তর-পূর্ব ইংল্যান্ডের চেস্টার হাসপাতালের লুসি লেটবির বিরুদ্ধে অভিযোগ যে তিনি ২০১৫ সালের জুন মাস থেকে ২০১৬ সালের জুনের মধ্যে এই ভয়াবহ হত্যাকাণ্ডগুলি ঘটান।
অভিযোগ, কখনও হাওয়া-ভরা ইঞ্জেকশন, কখনও আবার অতিরিক্ত ইনসুলিনের মাধ্যমে চিকিৎসাবিদ্যাকে কাজে লাগিয়ে বিভিন্ন উপায়ে অন্তত সাতজন শিশুকে হত্যা ও আরও দশজন শিশুকে হত্যার চেষ্টার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে।
আইনজীবীরা আদালতে দাবি করেছেন, ২০১৫ থেকে ২০১৬ সালের মধ্যে আচমকাই শিশুমৃত্যুর সংখ্যা বেড়ে যায় চেস্টার হাসপাতালে। কর্তৃপক্ষ দেখেন, বেশ কিছু শিশুর স্বাস্থ্য হঠাৎ করেই খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু ঠিক কী কারণে এমন হচ্ছে তা বুঝে উঠতে পারছিলেন না তাঁরা। তদন্ত শুরু হতে দেখা যায় প্রতিটি শিশুমৃত্যুর ঘটনায় একটিই মিল। সব ক্ষেত্রেই উপস্থিত ছিলেন অভিযুক্ত নার্স।
কেন 'সিরিয়াল কিলার' হয়ে উঠলেন তিনি, সেই বিষয়ে নিশ্চিত নন গোয়েন্দারা। দীর্ঘ বেশ কয়েকমাস ধরে এই মামলা চলবে বলে মনে করছে ওয়াকিবহালমহল।