বাংলাদেশে (Bangladesh Accident) মর্মান্তিক ঘটনা । হাসপাতাল থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক অন্তঃসত্ত্বার । দুর্ঘটনাস্থলেই তাঁর পেটে ফেটে জন্ম হয় এক শিশু কন্যার (Baby Girl birth on Spot) । ওই একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মহিলার স্বামী ও ছয় বছরের মেয়ে । ময়মনসিংহের ত্রিশালের ঘটনা ।
মৃতদের নাম রত্না বেগম (৩২), জাহাঙ্গির আলম (৪২), সনজিদা (৬) । তাঁদের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রায়মণি এলাকায় । পুলিশ জানিয়েছে, শনিবার বিকাল তিনটে নাগাদ রত্নার আলট্রাসনোগ্রাফি করার জন্য ত্রিশালার একটি বেসরকারি ক্লিনিকে গিয়েছিলেন জাহাঙ্গির। আলট্রাসনোগ্রাফি করার পর ক্লিনিক থেকে বেরিয়ে রাস্তা পার হওয়ার সময়ই কোর্ট ভবন এলাকায় এই দুর্ঘটনা (Bangladesh Accident) ঘটে । ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের । অন্যদিকে, রত্নার পেট ফেটে গিয়ে বেরিয়ে আসে শিশু কন্যা । তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় ।
আরও পড়ুন, Jagdeep Dhankhar:আইনজীবী থেকে সংসদীয় রাজনীতি, ধনখড়ের রাজনৈতিক জীবনে একাধিক চড়াই-উতরাই
হাসপাতালেই রয়েছে ওই নবজাতক । চিকিৎসা চলছে । চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত সুস্থ আছে শিশুটি । তার হাতে আঘাত লেগেছে। এছাড়া আর কোনও সমস্যা নেই ।