‘ রোজ কত কী ঘটে যাহা তাহা’, ভাবলে অবাক লাগলেও এমন ঘটনা ঘটে। আজ গল্প হলেও সত্যিতে এমনই এক কাণ্ড বলব আপনাদের। একজন অবসরপ্রাপ্ত অস্ট্রেলিয়ান দম্পতি সমুদ্রে প্রায় ৫০০ দিন কাটিয়ে ফেলেছেন, এবং বাকি জীবনটাও সমুদ্রেই কাটাবেন বলে ঠিকও করে ফেলেছেন। আর এই জন্যই আন্তর্জাতিক শিরোনামে তারা।
Delhi NCR Earthquake: নেপালে ভূমিকম্প, কম্পন অনুভূত রাজধানী দিল্লি-সহ উত্তর ভারতেও
মার্টি এবং জেস অ্যানসেন নামের ওই দম্পতি কোরাল প্রিন্সেস-এ 51টি ক্রুজ বুক করেছেন, ১৬ জুন ২০২২ থেকে সমুদ্রেই দিন কাটাচ্ছেন তাঁরা। অবসরে বাড়িতে সময় কাটানোর থেকে ক্রুজে থাকা কম ব্যয়বহুল- সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই বর্ষীয়ান দম্পতি। জাহাজ ভর্তি কর্মীদের সঙ্গে হেসে খেলেই দিন কাটছে তাঁদের।
কি মনে হচ্ছে তো? রোজের ব্যস্ততা কাটিয়ে আপনারাও যদি পারতেন এমন ঘুরে বেড়াতে , উড়ে বেড়াতে! তাহলে মন্দ হাত না বলুন?