পিটিয়ে খুন সাংসদ। শাসক দলের একাধিক নেতা ও দেশের প্রাক্তন মন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে তাণ্ডব। প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাক্ষে ইস্তাফা দেওয়ার পরেই জনরোষে ফুটছে শ্রীলঙ্কা। দেশের একাধিক জায়গা থেকে বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে। অশান্ত রাজধানী কলম্বো-সহ একাধিক জায়গা। এদিন দুপুরেই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তাফা দেন মাহিন্দা। তারপর থেকেই উত্তাল দ্বীপরাষ্ট্র।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর ইস্তাফার পরেই জনরোষের প্রথম বলি হন শাসক দলের সাংসদ অমরকীর্তি আতুকোহালা। বিক্ষোভকারীদের দিকে তাঁর বিরুদ্ধে গুলি চালনোর অভিযোগ ছিল। এই ঘটনায় দু জন গুলিবিদ্ধ হয়েছিলেন। সূত্রের খবর, তার কিছুক্ষণ পরেই কাছের একটি বাড়ি থেকে তাঁর প্রাণহীন দেহ উদ্ধার হয়।
শ্রীলঙ্কায় শাসকদলের এক সাংসদের গণরোষে মৃত্যুর পর জ্বালিয়ে দেওয়া হল আর এক সাংসদ ও এক প্রাক্তন মন্ত্রীর বাড়ি। শ্রীলঙ্কার স্থানীয় সংবাদমাধ্যম মারফত প্রকাশ্যে আসা ভিডিয়োতে মাউন্ট লাফিনিয়ায় দেশের প্রাক্তন মন্ত্রী জনসন ফার্নান্ডোর বাড়ি জ্বলতে দেখা গিয়েছে। শ্রীলঙ্কায় আইনসভায় শাসক দলেরই সদস্য সনৎ নিশান্তের বাড়িতেও বিক্ষোভকারীরা আক্রমণ করে আগুন জ্বালিয়ে দিয়েছে বলে অভিযোগ।
শ্রীলঙ্কায় গত এক মাসের অর্থনৈতিক সঙ্কটাপন্ন পরিস্থিতির জেরে প্রধানমন্ত্রী মাহিন্দার ইস্তফার দাবি তুলেছিল দেশের আমজনতা। অবশেষে সোমবার দুপুরে ৭৬ বছরের রাজাপক্ষে পদত্যাগ করেন। ইস্তফার ঘোষণা করে রাজাপক্ষে বলেন, আমি ইস্তফা দিচ্ছি যাতে দেশের মানুষ একটি সর্বদলীয় সরকার তৈরি করতে পারে, যারা দেশের ভাল-মন্দ দেখবে। আশা করব সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে তৈরি ওই সরকার দেশকে এই অর্থনৈতিক সঙ্কটের মধ্যে থেকে টেনে তুলতে পারবে।’’