কলকাতায় তৈরি হতে পারে সেমিকনডাক্টর কারখানা। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তারপরই প্রধানমন্ত্রীর দফতর থেকে এই বিষয়টি জানানো হয়েছে। কলকাতায় সেমিকন্ডাক্টার কারখানা তৈরি হলে প্রচুর কর্মসংস্থান তৈরি হবে। এবং অর্থনৈতিকভাবেও রাজ্য তথা গোটা দেশ আরও সবল হবে বলে জানানো হয়েছে।
সেমিকন্ডাক্টার কী?
সেমিকন্ডার হল তড়িৎ পরিবাহী একটি সার্কিট। যা মোবাইল ফোন, টিভি, ল্যাপটপ সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস তৈরিতে ব্যবহার করা হয়। বিশ্বে যেহেতু ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার বাড়ছে সেই কারণে সেমিকন্ডাক্টারের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। ওই চাহিদা মেটানোর জন্যই সেমিকন্ডাক্টার তৈরির কারখানা তৈরি করতে উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর দফতর থেকে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে সেখানে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তা, টেলিযোগাযোগ ব্যবস্থা এবং দূষণমুক্ত পরিবেশ গড়ার জন্য অত্যাধুনিক সেন্সিং প্রযুক্তি নিয়ে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হয়েছে। এবং সেমিকন্ডাক্টার তৈরির একটি কারখানা তৈরির সদর্থক আলোচনা হয়েছে বলেও জানা গিয়েছে।
মোদী ও জো বাইডেনের মধ্যে আলোচনায় গ্লোবাল ফাউন্ডারিজ নামে একটি সংস্থার নাম উঠে এসেছে। ওই সংস্থাটির সদর দফতর নিউ ইউর্কে। তারা মূলত সেমিকনডাক্টর নিয়ে কাজ করছে। সম্ভবত ওই সংস্থাই কলকাতায় কারখানা তৈরি করতে আগ্রহী।
ওই সংস্থার কলকাতার দফতরের নাম হবে জি এফ কলকাতা পাওয়ার সেন্টার। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ওই কারখানা তৈরি হলে দূষণমুক্ত দেশ গঠন করা সম্ভব হবে। এবং কৃত্রিম বুদ্ধিমত্তা-র ক্ষেত্রেও উন্নতি সম্ভব।