পৃথিবীতে চা-খোর লোকের অভাব নেই। চায়ের রাজা দার্জিলিং, আসাম টি-য়ের কদর বিশ্বজোড়া। কিন্তু চা খাওয়া নয়, দক্ষিণ আফ্রিকার তরুণী ইনগার ভ্যালেন্টাইন ভালবাসেন চা বানাতে। আর তা যে সে ভালবাসা নয়। চায়ের প্রতি এই ভালবাসাকে সম্বল করেই তিনি করে ফেলেছেন বিশ্বরেকর্ড। মাত্র এক ঘন্টায় ২৪৯ কাপ রুইবোস চা বানিয়ে ইনগার নাম তুলেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে।
জানা গিয়েছে, লাল রঙের একটি ভেষজ চা হল এই রুইবোস। এটি মূলত দক্ষিণ আফ্রিকার অ্যাসপালাথাস লিনিয়ারিস গাছের পাতা থেকে তৈরি হওয়। ইনগার চায়ে রুইবোসের সাধারণ স্বাদ, ভ্যানিলা এবং স্ট্রবেরির স্বাদ ব্যবহার করেন। এরপর ঘন্টায় ২৪৯ কাপ চা তৈরি করে গিনেস বুকে নিজের নাম লেখান ওই আফ্রিকান তরুণী। উল্লেখ্য, আগে চা তৈরিতে রেকর্ড ছিল ঘণ্টায় ১৫০ কাপ।
আরও পড়ুন- Liz Truss : ব্রিটেনের ৪৫ দিনের প্রধানমন্ত্রী লিজ ট্রস, দলের অন্দরে কোণঠাসা হয়ে পদত্যাগ
তাঁর চা তৈরির রেকর্ডের সময় সেখানে ছিলেন স্থানীয় এক স্কুলের ছাত্রছাত্রীরা। তারাই ইনগারকে ওই ২৪৯টি কাপ ধুতে সাহায্য করেন। দক্ষিণ আফ্রিকার পশ্চিম কেপ প্রদেশে এই রেকর্ডটি গড়েন ইনগার ভ্যালেন্টাইন।