আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ডুবে যাওয়া ধ্বংসস্তূপ দেখাতে নিয়ে যাওয়া একটি পর্যটকবহনকারী নৌকা অদৃশ্য হয়ে গেল। ওই নৌকার অনুসন্ধানে শুরু হয়েছে আটলান্টিকের ওই অংশজুড়ে বিপুল তল্লাশি। যদিও, ওই নৌকাটিতে ওই সময় কোনও যাত্রী ছিলেন কি না, তা এখনও জানা যায়নি।
উল্লেখ্য, ১৯১২ সালে ধ্বংস হয়ে যাওয়া টাইটানিকের বহু অংশ আটলান্টিকের ঠিক মাঝখানে প্রায় ৪ কিলোমিটার গভীরে মাটির তলায় গিঁথে রয়েছে। পর্যটকদের নিয়ে এই বিশেষ ধরনের নৌকাগুলি সেই ধ্বংসস্তূপ দেখাতে নিয়ে যায়। কানাডার নিউফাউন্ডল্যান্ডের উপকূল থেকে ৬০০ কিলোমিটার দূরে রয়েছে এই অংশটি।
১৯১২ সালের এপ্রিল মাসে তৎকালীন বিশ্বের বৃহত্তম জাহাজ টাইটানিক সাউদাম্পটন থেকে নিউ ইয়র্ক যাওয়ার পথে আইসবার্গে ধাক্কা মারে। যার ফলে আটলান্টিকের একেবারে মাঝখানেই সলিলসমাধি হয় বিশ্বের ইতিহাসের সর্বাধিক আলোচিত এই জাহাজটির। ২,২০০ জন ছিলেন ওই জাহাজে। মারা যান ১,৫০০-এর বেশি যাত্রী।