রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে (Russia-Ukraine Crisis) বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের বেসমেন্টে (Hostel Basement) তিনদিন ধরে আটকে ৩০০ জন ভারতীয় ছাত্রছাত্রী (Indian Student)। পাওয়া যাচ্ছে না জল। মজুত নেই খাবারও। ইউক্রেনের কারাজিন খারকিভ ন্যাশনাল ইউনিভার্সিটিতে আটকে আছেন ওই ছাত্রছাত্রীরা। আটকে আছেন বাংলার ছেলে আবুল কালাম (Abul Kalam)। ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে সাহায্য চাইলেন তিনি। আবুল কালাম জানান, জল বা খাবার কিছুই মজুত নেই তাঁদের কাছে। মিস্টার সিং ও কারখিভের সরকারি অফিস ববট্রেড তাঁদের পাশে আছে। কিন্তু তাঁর আবেদন, দ্রুত যেন তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করে কেন্দ্রীয় সরকার (Govt Of India)।
ভিডিও বার্তায় তিনি বলেন, "আমি আবুল কামাল। পশ্চিমবঙ্গ থেকে। ভিএন কারাজিন খারকিভ ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। ওই বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে আমরা এখন আছি। আপনারা দেখতে পারেন, এটা এখানকার বেসমেন্ট। এই বেসমেন্টে আমরা এখন ৩দিন কাটিয়ে ফেলেছি। কোনও খাবার বা জল কিছুই পাইনি আমরা। এভাবেই দিন কাটাচ্ছি আমরা। আমরা সরকারের সঙ্গে টানা কথা বলছি আমাদের সাহায্যের জন্য। কিন্তু আমরা এখনও কোনও সহযোগিতা পাইনি।"
আরও পড়ুন: পায়ে হেঁটে ইউক্রেন ছাড়ছেন ভারতীয় পড়ুয়ারা, সীমান্তে খোলা হল অস্থায়ী শিবির
সাংবাদিক দানিশ নাসির এই ভিডিও বার্তা প্রচারে সাহায্য করেছেন। সে কথাও ভিডিওতে উল্লেখে করেন তিনি। তিনি বলেন, "আমি দানিশ নাসিরকে বলতে চাই, আমাদের এই বার্তা যেন সরকারের কাছে যায়। আমরা খুবই সমস্যার মধ্যে আছি। এখানে ছাত্রছাত্রীদের জন্য কোনও খাবার নেই। এই ভিডিও আপনারা দয়া করে শেয়ার করুন। আর এই বার্তা সরকারের কাছে পৌঁছে দিন। যাতে ছাত্রছাত্রীদের সাহায্য পায়। আর তাড়াতাড়ি যাতে সব ছাত্রছাত্রীদের ভারতে নিয়ে যেতে সাহায্য করে সরকার। ধন্যবাদ।"