১৯ বছর পর নেপালের জেল থেকে ছাড়া পেতে চলেছে চালর্স শোভরাজ। যাকে বিকিনি কিলার বলেই চেনে বিশ্বের অপরাধ জগত। বুধবার সংবাদসংস্থা এএনআই এই খবর জানিয়েছে। এদিন কাঠমাণ্ডুতে নেপালি সুপ্রিম কোর্ট, ফরাসি এই অপরাধীকে মুক্তির নির্দেশ দিয়েছে বলেই দাবি সংবাদসংস্থা এএনআইয়ের। ১৯৯৭ সালে ভারত থেকে মুক্তি পেয়ে ফ্রান্সে গিয়েছিল শোভরাজ। এর পর নেপালে গেলে তাকে গ্রেফতার করা হয়। ১৯৭৫ সালে কাঠমান্ডুতে দুই পর্যটককে খুনের মামলায় শোভরাজকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন জেলের সাজা দিয়েছিল নেপালের আদালত। সে দেশের সুপ্রিম কোর্ট প্রায় দু’দশক জেলবন্দি শোভরাজের মুক্তির আবেদন মঞ্জুর করল।
এর আগে , সাত দশক এবং আটের দশকের গোড়ায় থাইল্যান্ড-সহ বিভিন্ন দেশে মহিলা পর্যটকদের মাদক খাইয়ে খুনের অভিযোগ রয়েছে শোভরাজের বিরুদ্ধে। তার অধিকাংশ শিকারের পরনেই নাকি থাকত বিকিনি। বিশ্বের অপরাধ মানচিত্রে অন্যতম কুখ্যাতকে দিল্লিতে ৩ পর্যটককে বিষ খাওয়ানোর অপরাধেও গ্রেফতার করা হয়েছিল।
তিহাড় জেলেও ছিল শোভরাজ । একাধিক ভাষায় পারদর্শী। তার সুদর্শন চেহারা এবং আকর্ষণীয় ব্যক্তিত্বকে কাজে লাগাতেন শিকারকে বাগে আনতে। একাধিক বার জেল থেকে পালানোর অভিযোগও উঠেছে শোভরাজের বিরুদ্ধে।